সিলেট বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে প্রাণহাণি। গত একদিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা।
সেই সাথে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৮ জন। যার মধ্যে ৪১ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১১৯ জন। গত বছরের মার্চ থেকে এ বছরের ১৭ জুন পর্যন্ত ১৪ মাসে সিলেট বিভাগে করোনায় ৪৪৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩৩ জন রয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১১ জন। এছাড়া সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২১২ জন। এরমধ্যে সিলেট জেলার ১১৯ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের আরও ৭জন রয়েছেন। সেই সাথে সিলেট বিভাগে করোনা সনাক্ত হয়েছে আরও ৮৮ জনের। আর করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১১৯ জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ হাজার ৪৮০ জন। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৬৪ জন।
বিডি প্রতিদিন/আরাফাত