১৭ জুলাই, ২০২১ ২০:৪১

সিলেটে করোনা হেল্প সেন্টার চালু করলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে করোনা হেল্প সেন্টার চালু করলো বিএনপি

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেন।

সিলেটে করোনা হেল্প সেন্টার চালু করলো বিএনপি। শনিবার সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়। নগরীর ভাতালিয়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুুবর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার প্রমুখ।

বিএনপি নেতারা জানিয়েছেন, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং এম এ হক স্বাস্থ্যসেবার সহায়তায় সিলেটে করোনা আক্রান্তদের কল্যাণে কাজ করবে জেলা ও মহানগর বিএনপির করোনা হেল্প সেন্টার।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর