গ্রিস ও স্কটল্যান্ডে সিলেটের দুই প্রবাসীর করুণ মৃত্যু হয়েছে। অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে গ্রিস সীমান্তে অসুস্থ হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপরজন সহকর্মীর ছুরিকাঘাতে নিহত হয়েছে স্কটল্যান্ডে।
নিহতরা হলেন-সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের মরহুম সাদই মিয়ার ছেলে সেলিম উদ্দিন ও গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামের মৃত ইকবাল আহমদ চৌধুরীর ছেলে ইমরান আহমদ চৌধুরী।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন বিয়ানীবাজারের সেলিম উদ্দিন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে কয়েকদিন আগে তিনি সেখানে বৈধভাবে বসবাসের সুযোগ পান। তিনি বর্তমানে স্কটল্যান্ডের একটি রেস্টুরেন্টে কাজ করতেন।
গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টার দিকে কথা কাটাকাটির জের ধরে সহকর্মীর ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পাঁচ ঘণ্টা চিকিৎসার পর তিনি সেখানে মৃত্যুবরণ করেন। সেলিমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই ইমরান হোসেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
এদিকে, স্বপ্নের ইউরোপে যাওয়ার জন্য দুই বছর আগে ঘর ছেড়েছিলেন গোলাপগঞ্জের ইমরান আহমদ চৌধুরী। অবৈধভাবে দুবাই ও ইরান হয়ে তিনি তুর্কি পৌঁছান।
ইমরানের ছোট ভাই সলমান আহমদ চৌধুরী জানান, তুর্কি যাওয়ার পর কয়েকমাস থেকে ইমরান নিখোঁজ ছিলেন। তার সন্ধান না পেয়ে তুর্কি থেকে গ্রিসে আদমপাচারের সাথে জড়িত এজেন্সির সাথে যোগাযোগ করেন। এজেন্সির লোকজন গ্রিসের কুমুদিনী ক্যাম্পে ইমরান আছে বলে জানানো হয়।
পরে তিনি জানতে পারেন তুর্কি থেকে গ্রিস সীমান্তে প্রবেশের পর অসুস্থ হয়ে পড়েন ইমরান। সেখানেই তিনি মারা যান। বর্তমানে তার লাশ গ্রিসের আলেকজান্দ্রোপলি মর্গে রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        