ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনে এলাকায় চলন্ত অবস্থায় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি হঠাৎ করেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
জানা যায়, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরই তালশহর স্টেশন অতিক্রম করার সময় পেছনের তিনটি বগির জয়েন্ট খুলে যায় এবং বগিগুলো মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনটির গতি অপেক্ষাকৃত কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানান স্থানীয়রা। তবে হঠাৎ এই ঘটনা যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করে। ঘটনার পরপরই আপ-লাইনে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে ডাউন-লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
 
রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তালশহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, ‘ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতির পর ট্রেনটি তালশহর অতিক্রম করার সময় পেছনের তিনটি বগির জয়েন্ট খুলে যায়। বিষয়টি তদন্তাধীন রয়েছে। রেল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে রিলিফ ট্রেন পাঠিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে ।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিগুলোকে পেছনে এনে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় যুক্ত করার কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’
বিডি প্রতিদিন/আরাফাত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        