চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকার দাঁতমারা ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে রহিম বাদশা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার ভোররাতে দাঁতমারা ইউনিয়নের বরইতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রহিম বাদশা ওই এলাকার আমিনুল হকের ছেলে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল্লাহ জানান, নিহত রহিম বাদশার বাবা দাবি করেছেন-ইউপিডিএফ সন্ত্রাসীরা রহিম বাদশাকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় রবিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/০৯ জুন, ২০১৯/মাহবুব