চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন মেমন মাতৃসদন হাসপাতাল পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুরে তিনি চসিক পরিচালিত এ হাসপাতালে ৩ ঘণ্টা অবস্থান করেন। এ সময় তিনি মেমন হাসপাতালের ইপিআই কেন্দ্র, প্রসূতি রোগীদের আউটডোর, শিশু আউট ডোর, জেনারেল কেবিন, ভিআইপি কেবিন, ডিলাক্স কেবিন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি মেমন হাসপাতাল কনফারেন্স হলে চিকিৎসক, নার্সদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় সিটি মেয়র বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরে প্রসুতি মা’দের পছন্দ মেমন মাতৃসদন হাসপাতাল। এই হাসপাতালকে নবরূপে সজ্জিত ও আধুনিকায়ন করে পুর্বেকার ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য সকলের সমন্বিত প্রচেষ্টা দরকার।’
তিনি বলেন, ‘মেয়র দরিদ্র ও সুবিধা বঞ্চিত নগরবাসীর চিকিৎসা সেবায় চিকিৎসকদের শতভাগ উজাড় করতে হবে। মানুষের অসহায় মুহুর্তে একজন ডাক্তারই পারেন মানুষের মুখে হাসি ফুটাতে। একজন রোগীকে নিরাময় করে পরিবার পরিজনকে স্বস্তি দেয়া- এর চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না। এটা অনেক বড় মানবতার কাজ।’
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলী, মেমন মাতৃসদন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়ৃয়া, হাসপাতালের ইনচার্জ ডা. আশীষ মুখার্জি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, ঝুলন কান্তি দাশ, নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার