Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৭ জুন, ২০১৯ ১৭:৩২
আপডেট : ১৭ জুন, ২০১৯ ১৮:৩৮

এসআই নিয়োগ পরীক্ষা

চট্টগ্রামে প্রক্সি দিতে এসেই ঢাবি-জবির ২ ছাত্র আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে প্রক্সি দিতে এসেই ঢাবি-জবির ২ ছাত্র আটক

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিয়োগের পরীক্ষা প্রক্সি দিতে এসেই ধরা পড়লো ঢাকা ও জগন্নাত বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী। আটক দু’জন হলো- মোহাম্মদ জাহিদ হোসেন (২৭) এবং মো. শাহ আলম (২৬)। লাখ টাকার চুক্তিতে অন্য পরীক্ষার্থীর হয়ে এ পরীক্ষা দিতে এসেছেন বলেও স্বীকার করেছেন তারা। 

সোমবার জাহিদকে এবং শাহ আলমকে রবিবার আটক করা হয় বলে জানান নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী।

তিনি বলেন, নগরীর দামপাড়ায় সিএমপি স্কুল অ্যান্ড কলেজ এবং ওমরগণি এমইএস কলেজে পরীক্ষার হল থেকে তাদের আটক করা হয়। জাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স শ্রেণির চূড়ান্ত পরীক্ষা দিয়েছে। ঢাবি’র জসীম উদ্দিন হলের ৩৩২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র জাহিদ এবং শাহ আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র।

গত রবিবার থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) শুরু হয়েছে তিনদিনের উপ-পরিদর্শক নিয়োগের পরীক্ষা।

বিডি প্রতিদিন/এ মজুমদার


আপনার মন্তব্য