চট্টগ্রাম ওয়াসা পরিচালনা বোর্ডে প্রকৃত ব্যবহারকারী ভোক্তা প্রতিনিধি অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান স্বাক্ষরিত পত্রে এ আদেশ জারি করা হয়। ভোক্তাস্বার্থ সংরক্ষণকারী প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ নাগরিক সমাজের দাবির প্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়।
মেয়াদপূর্ণ হওয়ায় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৬ (১)(গ) ও ৬ (২) ধারা অনুযায়ি উক্ত পদে আগামী সাত কার্যদিবসের মধ্যে পানি ব্যবহারকারীগণের একজন প্রতিনিধির মনোনয়ন দিতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে বলা হয়।
ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, ‘চট্টগ্রাম ওয়াসায় দীর্ঘদিন প্রকৃত ভোক্তা প্রতিনিধি না থাকায় ভোক্তাদের সমস্যাগুলো কর্তৃপক্ষে উত্থাপনের সুযোগ ছিল না। অন্যদিকে ভোক্তা স্বার্থ সংরক্ষণ মতে, ক্যাব দেশের সর্বত্র ভোক্তাদের প্রতিনিধিত্ব করবে। তারই ধারাহিকতায় ক্যাব সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, জেলা ও উপজেলা পর্যায়ে ভোক্তা স্বার্থ সংশ্লিষ্ট নীতিনির্ধারণী কমিটিগুলোতে প্রতিনিধিত্ব করে আসলেও ওয়াসা তা মানেনি। তাই চট্টগ্রাম ওয়াসায় ভোক্তাদের সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে। মন্ত্রী আমাদের আবেদন গ্রহণ করে একজন প্রতিনিধি মনোনয়নের নির্দেশ প্রদান করেন।’
প্রসঙ্গত, ২০১২ সালের ৩০ জুলাই চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সুপারিশে মো. সোলায়মান আলম শেটকে পানি ব্যবহারকারি হিসেবে নিয়োগ দেয়া হয়। নিয়মানুযায়ি ২০১৫ সালের ১৬ জুলাই এ মেয়াদ শেষে শূণ্যপদ পূরণের নির্দেশ দেয় মন্ত্রণালয়। কিন্তু রহস্যজনক কারণে তিনি গত সাতবছর ধরে এ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ব্যাপারে ক্যাবের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় নতুন করে পৃথক দুটি আদেশ জারি করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার