চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এডিস মশার বিরুদ্ধে বছর জুড়ে বিশেষ মশক নিধন কর্মসূচি পালন করবে। তবে ডেঙ্গু বাহক এডিসমুক্ত নগর গড়তে চসিকের পাশাপাশি সকল নাগরিককেও দায়িত্ব পালন করা জরুরি। সারা বছর এডিস মশার বিরুদ্ধে চসিক এ বিশেষ অভিযান পরিচালনা করবে।
বৃহস্পতিবার সকালে নগরের অপর্ণা চরণ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ে এডিস নির্মূলে বিশেষ ক্রাশ প্রোগ্রাম উদ্বোধনকালে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।
স্কুল আঙিনায় মেয়র ফগার মেশিনে মশার ওষুধ ছিটিয়ে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. তৈয়ব আলী, কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, শৈবাল দাশ সুমন, সলিমুল হক বাচ্চু, নীলু নাগ, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী প্রমুখ।
সিটি মেয়র বলেন, যেদিন থেকে ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে তখন থেকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভারত থেকে সংগ্রহ করা ওষুধ ছিটানোর পাশাপাশি জনগণকে সচেতন করার নানা উদ্যোগ নিয়েছি। আমরা দেশে প্রথম বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা চালু করেছি। আজ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও বাসা-বাড়ির মালিকদের নিয়ে বিশেষ কর্মসূচি নিয়েছি। ওয়ান টাইম কাপ, প্লেট, পাত্রে পানি যেন জমতে না পারে সে ব্যাপারে সচেতন করছি।’
মেয়র বলেন, সদিচ্ছা, সৎ মানসিকতা, কর্তব্যবোধ চাই। ৪১ ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা তদারক করবেন। সচেতনতাই আমাদের রক্ষা করবে। নিজে সচেতন হবেন, অন্যদের সচেতন করবেন। বাড়ির ফুলের টব, ফ্রিজের ট্রে, এসির পানি তিনদিন পর পর ফেলে দেবেন।’
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর বলেন, ডেঙ্গু একটি বাস্তবতা। শঙ্কা নয়, চাই সচেতনতা। সমস্যার মূলে আঘাত করতে হবে। আপনার টেবিলের নিচে, বাড়িতে, ছাদে ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা আছে। এডিসের প্রজননস্থল নির্মূল করতে হবে। ১ হাজার মানুষের জ্বর হলে ২ জনের ডেঙ্গু হতে পারে। ভরা পেটে প্যারাসিটামল খাবেন, বেশি করে পানি, ফলের জুস খাবেন। তরল খাবার খাবেন। বিশ্রাম নেবেন। ব্যথার ওষুধ খাবেন না।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন