চট্টগ্রামের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালুর কথা জানিয়ে জেলা প্রশাসক (ডিসি) মো. ইলিয়াস হোসেন বলেন, শিক্ষার্থীদের পড়ার ফাঁকে ‘মিড ডে মিল’ প্রদান একটি আধুনিক ধারণা। এর ফলে খুদে শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হয় এবং পড়ালেখায় আগ্রহী হয়ে উঠে। এতে শিক্ষার হার বাড়ে।
শনিবার রাউজানের চিকদাইর মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ‘মিড ডে মিল’ কর্মসূচি পরিদর্শন শেষে জেলা প্রশাসক এসব কথা বলেন। পরিদর্শনের সময় বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের হাতে ‘মিড ডে মিল’ তুলে দেন তিনি। এ সময় তিনি বলেন, সবার সহযোগিতা পেলে সব উপজেলায় প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য শিগগির ‘মিড ডে মিল’ চালু করবে জেলা প্রশাসন।
এদিকে, একই দিনে উপজেলার চিকদাইর উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন আয়োজিত মা সমাবেশে মো. ইলিয়াস হোসেন বলেন, টাকার অভাবে কোনো সন্তানের পড়ালেখা যেন বন্ধ না হয় সেদিকে মায়েদের নজর দিতে হবে। একজন প্রকৃত মা-ই পারেন তার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে।
রাউজানের ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে প্রতিদিন ‘মিড ডে মিল’ দেওয়া হয়। সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরীসহ স্থানীয় লোকজনের সহায়তায় ২০১৭ সাল থেকে খুদে শিক্ষার্থীদের হাতে ‘মিড ডে মিল’ তুলে দিচ্ছে উপজেলা প্রশাসন।
এর আগে, চিকদাইর মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম, সততা স্টোর ঘুরে দেখেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
বিডি-প্রতিদিন/মাহবুব