ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান বলেছেন, পৃথিবীতে সবচেয়ে সস্তায় ওষুধ পাওয়া যায় বাংলাদেশে। এবং খুব সহজে ওষুধও মেলে এখানে। ইউরোপ-আমেরিকাতে ওষুধের দাম বাংলাদেশের তুলনায় ১০ থেকে ২০ গুণ বেশি। চাহিদার ৯৮ শতাংশ দেশীয় ওষুধই পূরণ হচ্ছে এবং বিদেশেও রফতানি হচ্ছে বাংলাদেশি ওষুধ।
বৃহস্পতিবার দুপুরে নগরের জামালখান রীমা কনভেনশন সেন্টারে নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রতিরোধে আয়োজিত জনসচেতনতামূলক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে পাহাড়তলী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ইমপেরিয়াল হাসপাতালসহ একাধিক স্থানে মডেল ফার্মেসি উদ্বোধন করেন মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশে ওষুধের দাম কম হলেও এখানকার মানুষের আয়ের তুলনায় আবার ওষুধের দাম বেশি। ফলে নিম্ন আয়ের মানুষ টাকার অভাবে ওষুধ খেতে পারেন না। এ ছাড়া ভেজাল ও নিম্নমানের কারণে অনেক ওষুধ খাওয়ার পরেও কাজ করে না। বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি চট্টগ্রামের সভাপতি সমীর কান্তি সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় সভাপতি সাদিকুর রহমান, ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক মো. রুহুল আমিন, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সহ-সভাপতি এম মোসাদ্দেক হোসেন, সচিব মুহাম্মদ মাহাবুবুল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার