চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসায় ১০০টি শয্যা প্রস্তুত করবে ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল। সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও ইউএসটিসির মধ্যে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়।
স্মারকে স্বাস্থ্য বিভাগের পক্ষে স্বাক্ষর করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এবং ইউএসটিসির পক্ষে পরিচালক ডা. কামরুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও বেসরকারি হাসপাতাল সংক্রান্ত সার্ভেইলেন্স টিমের প্রধান মোহাম্মদ মিজানুর রহমান, টিম সদস্য উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম পাভেল ও বিএমএ চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান প্রমুখ।
বেসরকারি হাসপাতাল সংক্রান্ত সার্ভেইলেন্স টিমের প্রধান মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘ইউএসটিসি আগামী সাতদিনের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় করোনা রোগী চিকিৎসায় প্রাথমিকভাবে ১০০টি শয্যা প্রস্তুত করবে। এর মধ্যে ৭০টি আইসোলেশন শয্যা, ২৭টি এইচডিইউ এবং ৩টি আইসিইউ। প্রয়োজন সাপেক্ষে পরবর্তীতের শয্যা আরো বাড়ানো হবে। এসব শয্যা পুলিশের জন্য বরাদ্দ থাকবে। তবে খালি থাকা সাপেক্ষে সাধারণ রোগীও ভর্তি হতে পারবেন।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল