মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের কালিসপেল সিটি বিমানবন্দরে অবতরণের সময় একটি উড়োজাহাজ পার্ক করা একাধিক উড়োজাহাজে ধাক্কা দিলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় বিকেলে চার আরোহী নিয়ে ওই এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজটি অবতরণের চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রানওয়েতে বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজটি পার্ক করা কয়েকটি উড়োজাহাজে ধাক্কা দেওয়ায় আগুন ধরে যায়। আগুন দ্রুত কাছের ঘাসের এলাকায় ছড়িয়ে পড়লেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।
তবে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কালিসপেল পুলিশ প্রধান জর্ডান ভেনেজিও এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। কালিসপেল ফায়ার চিফ জে হেগেন জানান, দুর্ঘটনার সময় যাত্রীরা নিজেরাই উড়োজাহাজের ভেতর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। এদের মধ্যে দু’জন সামান্য আহত হন এবং বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও কাছের একটি সরাইখানার ব্যবস্থাপক রন ড্যানিয়েলসন জানান, তিনি দুর্ঘটনার শব্দ শোনেন এবং কয়েক মুহূর্ত পরই আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে যেতে দেখেন।
উল্লেখ্য, কালিসপেল শহরটি উত্তর-পশ্চিম মন্টানার প্রায় ৩০ হাজার মানুষের আবাসস্থল এবং বিমানবন্দরটি শহরের দক্ষিণ প্রান্তে অবস্থিত। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
তথ্য সূত্র - এপি নিউজ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ