চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুশ শুক্কুর ওরফে কালু মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ আগষ্ট) ভোরে উপজেলার চরম্বা নোয়ারবিলা পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব বিস্তার করে নানা অপরাধের জড়িত থাকার অভিযোগ রয়েছে।
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, একটি বিস্ফোরক মামলার আসামি আব্দুশ শুক্কুরকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরমধ্যে স্থানীয়দের পক্ষ থেকে যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় পেশায় ভ্যানগাড়ি চালকের কাজ করা শুক্কুর বিএনপি ও এলডিপির রাজনীতিতে যোগ দিয়ে সরকারি খাস জমি দখল, গাছ কাটাসহ অসংখ্য অপরাধে জড়িয়ে পড়েন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১১ সালে দলটির স্থানীয় নেতাদের আশীর্বাদে তিনি ইউপি সদস্য নির্বাচিত হয়ে আরো বেপরোয়া হয়ে উঠেন। ধীরে ধীরে তৎকালীন স্থানীয় এমপি আবু রেজা নদভীর ঘনিষ্ঠ হয়ে উঠেন এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগষ্টে লোহাগাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলন দমনে অস্ত্র হাতে সক্রিয় থাকারও অভিযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল