শেরপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়াকে (৩০) মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার সকাল ১১টায় শেরপুর সদরের মুন্সিরচরেরর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী ওয়ারেন্টভুক্ত বাবুল মিয়া দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ গ্রাম মুন্সিরচরে অভিযান চালিয়ে বাবুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশী চালিয়ে দেশীয় অস্ত্র ও গাঁজা জব্দ করা হয়।
র্যাব ১৪ জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে শেরপুর জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র: বাসস
বিডি প্রতিদিন/নাজিম