নওগাঁর নিয়ামতপুর উপজেলার বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে মাত্র ৩ হাজার টাকা মূল্যের একটি গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় খুনিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নিহতরা হলেন ওই গ্রামের অছির মণ্ডলের ছেলে শরিফুল ইসলাম এবং আফসার আলীর ছেলে আজিজুল ইসলাম। চলতি বছরের ১০ এপ্রিল এই ঘটনাটি ঘটে।
দীর্ঘ ছয় মাসেও বিচার না হওয়ায় আজ মঙ্গলবার দুপুরে গ্রামবাসী বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে। একপর্যায়ে নিহতদের স্বজন, গ্রামবাসী ও এলাকাবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন। এতে পুরো গ্রাম উত্তাল হয়ে ওঠে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, “মাত্র তিন হাজার টাকার একটি গাছ কাটাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে শরিফুল ও আজিজুলকে হত্যা করা হয়েছে।” তারা দ্রুত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধনে শরিফুলের স্ত্রী শাহনাজ, বোন শরিফা, গ্রামবাসী একরামুল আনোয়ার, আব্দুলসহ শতাধিক মানুষ অংশ নেন।
উল্লেখ্য, চলতি বছরের ১০ এপ্রিল, মাত্র ৩ হাজার টাকার গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শরিফুল ইসলাম ও আজিজুল ইসলাম নিহত হন।
বিডি প্রতিদিন/আশিক