কুষ্টিয়ায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’–সংক্রান্ত একদিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস। কর্মশালায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার সিনিয়র তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক তারিক মোহাম্মদ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাসরিন আক্তার এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে জানান, টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকার জাতীয়ভাবে একটি বৃহৎ টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ১ ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে।
তিনি আরও বলেন, ‘এই টিকাদান ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের উচিত টিকার ইতিবাচক দিকগুলো তুলে ধরে জনসচেতনতা তৈরি করা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তা প্রচার করা।’
কর্মশালায় জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিস, তথ্য অফিসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ