ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাবাকে কুপিয়ে জখম করার ঘটনায় ছেলে মাসুক মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিণখোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নাসিরনগর থানা পুলিশের হাত তুলে দেওয়া হয়।
জানা যায়, গত ২৬ জুলাই দুপুরে নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে ধনু মিয়াকে (৭৮ বছর) কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়। এছাড়াও তার হাত-পা ভেঙে দেওয়া হয়। প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া ট্রমা হাসপাতালে ও পরে ঢাকায় নেওয়া হয়।
ধনু মিয়ার অভিযোগ করে জানান, তার দুই স্ত্রীর সাত ছেলেকে আলাদাভাবে বাড়ি লিখে দেওয়া হয়। তিনি ছোট স্ত্রীর সঙ্গে থাকতেন। ঘটনার দিন তার প্রথম পক্ষের স্ত্রীর সন্তানের স্ত্রী মাসুকসহ অন্যান্যরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। মূলত আরো জমি লিখে দিতে অস্বীকার করায় এ ঘটনা ঘটানো হয়।
র্যাব-৯ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধনু মিয়াকে মারধরের ঘটনায় ৩০ জুলাই মামলা হলে ছায়া তদন্ত শুরু করার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। এরই প্রেক্ষিতে সোমবার রাত সোয়া সাতটার দিকে অভিযান চালিয়ে মাসুক মিয়াকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/নাজিম