দক্ষিণ প্রদেশে রাশিয়ার সামরিক পুলিশ টহল পুনরায় শুরু করার জন্য মস্কোর কাছে আহ্বান জানিয়েছে সিরিয়ার আবু মোহাম্মদ আল-জুলানির নেতৃত্বাধীন সরকার।
রুশ সংবাদমাধ্যম কমারসান্ত সূত্রে জানা গেছে, এই উদ্যোগের লক্ষ্য ইসরায়েলের হামলা প্রতিহত করা।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বর মাসে ইসরায়েল দক্ষিণ সিরিয়ার একটি অংশ দখল করে নেয়। দামেস্কের মতে, রুশ বাহিনীর উপস্থিতি ইসরায়েলের সামরিক অভিযানের তীব্রতা কমাবে।
এরই মধ্যে সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলের আল-কামিশলি এলাকায় রুশ টহল ফের চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
সূত্র: মেহের নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল