‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ এবং সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক (অ.দা.) সাইফউদ্দিন আহম্মেদ এবং সঞ্চালনা করেন প্রশিক্ষক (কম্পিউটার) স্বপন চন্দ্র দেবনাথ।
প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রোমেন শর্মা, ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মুহাম্মদ হিলালুদ্দিন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, সাংবাদিক জিয়াউদ্দিন সোহাগ, যুব সংগঠনের প্রতিনিধি আজিজুল আনোয়ার, লুৎফুল নাহার, ফয়জুল্লাহ নোমানী, শাহ শহীদ প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক