চট্টগ্রামে গভীর রাতের আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সিএমপির বন্দর থানার এসআই আবু সাঈদ রানা মারাত্বকভাবে আহত হয়েছেন।
সোমবার গভীর রাতে নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রিহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সিএমপির বন্দর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংঘঠনের লোকজন সোমবার রাতে ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে এসআই সাঈদ মারাত্বক ভাবে আহত হন। ঘটনার পর অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
জানা যায়, গত সোমবার গভীর রাতে ইশান মিস্ত্রিহাট এলাকায় ঝটিকা মিছিল বের করে আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ। খবর পেয়ে সেখানে যান এসআই আবু সাঈদসহ পুলিশের কয়েকজন সদস্য। এসময় মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে সাঈদের মাথা এবং ঘাড়ে গুরুত্বর আঘাত পান। পরে পুলিশের অন্যান্য সদস্যরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিডি প্রতিদিন/নাজিম