চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার রাতে চট্টগ্রামে করোনা পরীক্ষার ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে সিএমপির শীর্ষ এই কর্মকর্তার শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে।
সিএমপির অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) আবু বকর ছিদ্দিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কমিশনার মাহাবুবর রহমানের স্ত্রীর নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে বলে জানা গেছে।
আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকার পরও তিনি নিজে উপস্থিত থেকে সার্বক্ষণিক করোনা পরিস্থিতি তদারক করে যাচ্ছিলেন। বর্তমান সময়ে তিনি নানা কাজে ব্যাপক প্রশংসিত হয়েছেন সরকারের শীর্ষ মহলেও।
জানা গেছে, গত ৪ জুন থেকে মাহাবুবর রহমান জ্বরে ভুগছিলেন। সেই থেকে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।
তবে এ বিষয়ে জানতে চট্টগ্রাম সিভিল সার্জনকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/কালাম