চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি নাজিমুদ্দিন শ্যামলকে দেখতে গেলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি ও সিইউজের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
শুক্রবার রাতে নগরীর নাগরিক হাউসিং সোসাইটির বাসভবনে সাংবাদিক নেতা ও কবি নাজিমুদ্দিন শ্যামলের বাসায় যান পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী।
তিনি সাংবাদিক নেতা নাজিম উদ্দিন শ্যামলের শয্যাপাশে কিছুটা সময় কাটান এবং চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় সঙ্গে ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ সেলিম ও দৈনিক পূর্বদেশের ক্রীড়া প্রতিবেদক প্রশান্ত বড়ুয়া প্রমুখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসভবনে পেছলে পড়ে মাথায় রক্তাক্ত জখম হন কবি ও সাংবাদিক নেতা নাজিম উদ্দিন শ্যামল।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ