চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র ডবলমুরিং ও পাঁচলাইশ থানার উদ্যোগে দেড় লাখ পিস ফ্রি মাস্ক বিতরণ শুরু হয়েছে। রবিবার সকাল এলাকার ১২০ পয়েন্টে ফ্রি মাস্ক বিতরণ শুরু হয়।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘পুলিশের কেন্দ্রীয় কর্মসুচীর আওতায় ফ্রি মাস্ক বিতরণ শুরু করে ডবলমুরিং থানা পুলিশ। মাস্ক পরিধান উদ্বুদ্ধ করতে আমরা ১০০ টি স্পটে এক লাখ মাস্ক বিলি করার উদ্যো গ্রহণ করেছি।’
পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুইয়া বলেন, ‘পাঁচলাইশ থানার কমপক্ষে ২০ পয়েন্ট ফ্রি মাস্ক বিতরণ শুরু হয়েছে। মোট ৫০ হাজার পিস মাস্ক বিতরণের পরিকল্পনা রয়েছে।’
পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় রবিবার সকালে বিনামূল্যে মাস্ক বিতরণের কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় স্বেচ্ছাসেবকদের হাতে মাস্ক পরিধানে সচেতনতামূলক বিভিন্ন শ্লোগান সম্বলিত বর্ণিল প্ল্যাকার্ড, ফেস্টুন শোভা পাচ্ছিল। মাস্ক পরিধানে সচেতনতামূলক এ কর্মসূচি মাসব্যাপী চলবে বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার