চট্টগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইদের ছুরিকাঘাতে খুন হয়েছেন মো. কাউসার নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাউসার ওই এলাকার জমির আহমদের ছেলে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জের করে সৎ ভাইদের সাথে ঝগড়া হয় কাউসারের। এক পর্যায়ে কাউসারকে ছুরিকাঘাত করেন তারা। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পর অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। মামলা দায়েরের পর যাছাইবাচাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ