চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগ জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন আগামী শনিবার (৫ জুন) থেকে শুরু হয়ে চলবে ১৯ জুন পর্যন্ত। চসিকের উদ্যোগে নগরীর ৪১টি ওয়ার্ডে এ কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার (৩ জুন) সকালে চসিক মেমন জেনারেল হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, ডা. ইমাম হোসেন রানা, ডা. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্ত্তী, ডা. হাসান মুরাদ চৌধুরী, ডা. সুমন তালুকদার, ডা. আপিল মাহামুদ রাসেল, ডা. জহুর মহাজন।
ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে ১টি নীল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে ১টি লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে বিরতিহীনভাবে। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া অবলোকনে তাৎক্ষণিক চিকিৎসা প্রদানে মনিটরিং টিম কাজ করবে। কর্মসূচির উপলক্ষ্যে স্থানীয় পত্রিকাসমূহে অভিভাবকদের কাছে বার্তা পৌঁছানো ও সচেতন করতে পত্রিকায় বিজ্ঞাপনের পাশাপাশি ওয়ার্ডেও পর্যায়ক্রমে মাইকিং করা হবে।
তিনি আরও বলেন, ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পইনে নিয়োজিত নিয়মিত ও নির্বাচিত স্বাস্থ্যকর্মীর কোভিড স্ক্রিনিং করে মাস্ক পরিধান ও সকল স্বাস্থ্যবিধি মেনে শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াবেন। এক্ষেত্রে অভিভাবকদেরও স্বাস্থ্যবিধি মেনে টিকা কেন্দ্রে আসতে হবে। সাধারণত নির্ধারিত ইপিআই সিডিউল অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে ৮টি সাব ব্লকে ২দিন ইপিআই কার্যক্রম পরিচালিত হয়। এই দিন ছাড়া বাকি চারদিন ইপিআই কেন্দ্রে পর্যায়ক্রমে শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত