হাটহাজারীতে হেফাজতে ইসলামের নাশকতার ঘটনায় জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার তাকে তিন দিনের জন্য রিমান্ডে আনে সিআইডি।
সিআইডি’র পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ বলেন, ‘হাটহাজারীর থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় শাহজাহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দেন আদালত। আদালতের নির্দেশ পেয়ে সোমবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়।’
প্রসঙ্গত, গত ২৬ মার্চ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ৪ জন নিহত হন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গত ১৩ মে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার