চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আমান উল্লাহ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে জেলার বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত আমান উল্লাহ ওই এলাকার কবির আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আমান উল্লাহ সরল এলাকায় একটি বিয়ে বাড়িতে ডেকোরেশনের শ্রমিক হিসেবে কাজ করছিল। ভোরে জেনারেটর বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন