চট্টগ্রামের মীরসরাই জোরারগঞ্জ থানার করাইয়ার হাট এলাকায় পিকআপের ধাক্কায় বুলুয়া বেগম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলুয়া বেগম সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার কাকি আম এলাকার আবুল কালামের স্ত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, মাছ পরিবহনকারী পিকআপ পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী বুলুয়া বেগম গুরুতর আহত হন। স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বিকেল সোয়া ৩টার দিকে চমেক আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার