'প্রচলিত আইনে বাল্য বিবাহ শাস্তিযোগ্য অপরাধ হলেও আমাদের দেশে পারিবারিক ও সামাজিক আগ্রহে এখনো বাল্যবিবাহ হয়। কারণ আইন বাস্তবায়নে কার্যকর তদারকি ব্যবস্থা নেই। এ জন্যে আমাদের সবচেয়ে বেশী প্রয়োজন জনসচেতনা। বর্তমানে নারীরা মাঝে হেপাটাইটেস বি, লিভার ভাইরাস, জরায়ু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। বাল্য বিবাহ রোধ করতে পারলে নারীদের স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশেই কমে যাবে। এ জন্য আমাদের পরিস্কার পরিচ্ছন্ন ও খাদ্যাভাসের উপর জোর দিতে হবে।'
ঊষা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মাসব্যাপী হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। শুক্রবার ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। ঊষা নারী উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার পূর্ণিমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা কাউন্সিলার হুরে আরা বিউটি। সংগঠনের সমন্বয়কারী ইয়াছিন মনজুর পরিচালনায় উপস্থিত নারী সমাবেশে মুল বক্তব্য উপস্থাপন করেন হেপা কমিউনিটি হেলথ প্রোগ্রামের সমন্বয়কারী ডাক্তার মোহাম্মদ নাজমুল করিম। এ সময় অন্যান্যোর মাঝে বক্তব্য রাখেন ডাক্তার রেহেনা পারভিন জুঁই, কোহিনুর বেগম, হোসনে আরা বেগম, নিশিতা চৌধুরী, কান্তা ইসলাম মিনু।
বিডি প্রতিদিন/হিমেল