চট্টগ্রামে বাস চাপায় মো. মিনহাজ নামে এক কিশোর নিহত হয়েছেন। একই ঘটনায় আশরাফ আলী নামে আরও একজন বৃদ্ধ আহত হয়েছেন।
শুক্রবার রাতে বাঁশখালী উপজেলার বরুমচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ একই এলাকার আবুল কাসেমের ছেলে।
আনোয়ারা থানার ওসি মির্জা মুহাম্মদ হাসান বলেন, শুক্রবার রাতে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরমুখী একটি বাস একটি রিকশা ভ্যানকে চাপা দেয়। এতে একজন নিহত এবং একজন আহত হন। বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর