গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম মো. জসিম উদ্দন। মঙ্গলবার রাতে নগরীর বন্দরটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার হওয়া জসিম একজন পেশাদার ডুবুরি। তিনি কর্ণফুলী নদীর তলদেশ থেকে লোহার টুকরোসহ পরিত্যক্ত সরঞ্জাম কুড়িয়ে বিক্রি করে।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, ওই গৃহবধূর স্বামীর বন্ধু ছিলেন জসিম। একটি মামলায় তার স্বামী গ্রেফতার হয়ে কারাগারে গেলে বাসায় যাতায়াত শুরু করে জসিম। সেই সুবাদে সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে গৃহবধূর ব্যক্তিগত ছবি তুলে ব্ল্যাকমেইল শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। গত ৭ মার্চ স্বামী কারাগার থেকে বের হলে এ নিয়ে র্যাবকে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে জসিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জসিমের মোবাইল থেকে ওই গৃহবধূর সাতটি ব্যক্তিগত ছবি জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/এএম