মানিকগঞ্জ নাগরিক কমিটির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এরশাদ হোসেন খান, বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবদুল বাতেন, শহর সমাজসেবা অফিসার মো. মেহেদী মাসুদ।
মানিকগঞ্জ নাগরিক কল্যাণ পরিষদের সভাপতি অধ্যাপক মো. ফজলুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সালাম, মিজানুর রহমান, কামরুদ্দিন রেজা, নুরু মিয়া, আনিছুর রহমান। অনুষ্ঠান সঞ্চালন করেন সরকার মাসুদুর রহমান।
বিডি প্রতিদিন/জামশেদ