চট্টগ্রামে কাবিননামা জালিয়াতি চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরের হালিশহর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- মঞ্জুর আলম প্রকাশ বাপ্পী (৪৮) ও টিপু দাস (৩৫)।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর সুপার নাইমা সুলতানা বলেন, আদালত একটি মামলার সূত্র ধরে এ চক্রের সন্ধান পান। পরবর্তী এ বিষয়ে পিবিআইকে দায়িত্ব দিলে শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। তারা দু’জন জাল কাবিননামা চক্রে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
বিডি প্রতিদিন/এএম