চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে পাহাড় কাটা নিয়ে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে স্থানীয় সাংবাদিক আইয়ুব মিয়াজিকে পিটিয়ে দোতলা থেকে নিক্ষেপ করার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় প্রধান দুই আসামি আলাউদ্দিন ও ফারুককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার সকালে রাজধানীর কমলাপুর এলাকার সর্দার কলোনির একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, আসামিরা ঘটনার পর পরই গ্রেফতার এড়াতে চট্টগ্রাম থেকে পালিয়ে ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। সর্বশেষ তারা কমলাপুর সর্দারপাড়া কলোনির একটি ব্যাচেলর মেসে আত্মগোপন করে এবং সেখান থেকে গ্রেফতার হয়। তারা আইয়ুব মিয়াজির উপর হামলার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই