চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, বাংলাদেশকে অস্থির করে আরেকটি ওয়ান-ইলেভেনের স্বপ্ন যারা রচনা করতে যাচ্ছে জাতি তাদের প্রত্যাখ্যান করেছে। তারপরও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিদেশে কোটি কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করা হয়েছে। তারাই অপ্রচার ও কুৎসা রটাচ্ছে।
মঙ্গলবার নগরের ৫নং মোহরা ওয়ার্ডে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নোমান আল মাহমুদের গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গণসংযোগকালে নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. হোসেন, জোবাইরা নার্গিস খান, আবু তাহের, সাইফুদ্দীন খালেদ বাহার, বেলাল আহমদ উপস্থিত ছিলেন।
আ.জ.ম নাছির বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে জনগণের কষ্ট হচ্ছে, এই কষ্ট লাগবে আওয়ামী লীগ সচেষ্ট। আমরা জানি সাধারণ জনগণের চাহিদা কি। জনগণের কথা না ভেবে বিএনপি মাঠে নেমে অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা নির্বাচনেও আছি রাজপথেও আছি। যেখানে অরাজকতা চলবে, সেখানেই প্রতিহত করা হবে।
বিডি প্রতিদিন/এএম