কক্সবাজারের টেকনাফের হ্নীলা চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে নুরুল হুদা (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, বুধবার রাতে টেকনাফ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে আইস ও ইয়াবা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার মো. রুস্তম আলীর ছেলে নুরুল হুদাকে (৩৮) গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
ওসি মো. আব্দুল হালিম জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল