চট্টগ্রামে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. সিদ্দিক, মো. হোসেন এবং জাহেদ ইকবাল। শনিবার বাঁশখালী উপজেলার পুইছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, শনিবার অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন- তারা দীর্ঘদিন কক্সবাজার থেকে ইয়াবা চালান নিয়ে দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আসছে। আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি এড়াতে বিকল্প সড়ক ব্যবহার করে বাঁশখালী হয়ে চট্টগ্রাম যাওয়ার চেষ্টা করেছে।
বিডি প্রতিদিন/এএম