মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করেছে বন্দর নগরীর বাসিন্দারা। শুক্রবার দিনভর ১৪৩০ বর্ষের প্রথম দিনকে ঘিরে নগরজুড়ে ছিলো উৎসবের আমেজ। সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা, সামাজিক, সাংষ্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান নানা আয়োজনে নতুন বছরের প্রথম দিন উদযাপন করেছে।
শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে ডিসি হিলের মুক্তমঞ্চে বর্ষবরণের আয়োজন শুরু হয়। সকাল ৮টা থেকে সিআরবির শিরিষতলায় নতুন বছরকে বরণে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়। সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনসহ বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলি মঙ্গল শোভযাত্রা বের করে। সকাল সাড়ে ৬টায় পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় বৈসাবি র্যালী বিঝু, সাংগ্রাই বৈসু, বিষু, বিহু ও চাংক্রান উদযাপন কমিটি।
এসব আয়োজনে সাধারণ মানুষ সতস্ফুর্তভাবে অংশ নিয়েছে। আবহমান গ্রামীণ জীবনধারার ঐতিহ্য বহনকারী নানা লোকজ উপকরণ, পুতুল, বাহারি প্ল্যাকার্ড মঙ্গল শোভাযাত্রাগুলোতে বাড়তি মাত্রা যোগ করে। এছাড়া ডিসি হিল, সিআরবি, অনিরুদ্ধ মুক্তমঞ্চসহ বিভিন্ন স্থানে সংগীত, নৃত্য, লোকগান, আবৃতিসহ নানা আয়োজনে দিনভর মানুষের উপচেপড়া ভিড় ছিল।
দিনভর বিভিন্ন স্থানে জেলা শিল্পকলা একাডেমি সংগীত দল, চট্টগ্রাম শিশু একাডেমি, ওড়িসী টেগোর অ্যান্ড ডান্স মুভমেন্ট সেন্টার, ঘুংঘুর নৃত্যকলা কেন্দ্র, সংগীত ভবন, প্রমা, বোধনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক বিভিন্ন স্থানে নানা পরিবেশনা উপস্থাপন করে।
বিডি প্রতিদিন/এএম