বর্তমান আওয়ামী লীগ সরকার বিরোধী দল দমনের সকল ব্যবস্থা করেছে জানিয়ে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, এভাবে বিরোধী দল দমন করে বিশ্বের কোনো স্বৈরশাসক গদি রক্ষা করতে পারেনি। আপনারাও পারবেন না। সাহস থাকলে বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দিন দেখবেন জনগণের প্রবল স্রোত আপনার সিংসহানের দিকে কিভাবে ধেয়ে যায়! কারণ জনগণ চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।
শনিবার চট্টগ্রাম বিভাগীয় যুবদলের প্রতিনিধি সভা, ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন সুলতান সালাউদ্দীন টুকু।
যুবদল সভাপতি বলেন, দেশের মানুষ ভয়ংকর দুঃসময়ের মধ্যে বসবাস করছে। তাদের কথা বলা ও লেখার স্বাধীনতা নেই।
টুকু বলেন, আমাদের সবার দম এখন বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ। মানুষ এখন অস্থির হয়ে গেছে। তারা চায় সত্যিকার অর্থেই একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক।
এ সময় টুকু আরও বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করি। সেই আন্দোলনের মধ্য দিয়ে এই দানব সরকারকে আমরা পরাজিত করি।
সভায় চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সহ-সভপতি মোহাম্মদ সাহেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক মনজুরুল আজিম সুমন, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহমদ উজ্জ্বল প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত