প্রবাসীদের টার্গেট করে ছিনতাই করে- এমন চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- ইমরান হাসান, মো. রুবেল, মিজানুর রহমান ওরফে মিজাইন্না চোরা, জাহাঙ্গীর আলম সোহাগ, মোয়াজ্জেম হোসেন, ইয়াছির আরাফাত মিনার, মো. জমির, মো. সৈকত এবং হাবিবুল কিবরিয়া। শনিবার রাতে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ছিনতাই চক্রের সদস্যদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
র্যাব-৭ অধিনায়ক লে. কর্ণেল মাহাবুল আলম বলেন, প্রবাসীদের টাগের্ট করে ছিনতাই করে এমন চক্রের সদস্যরা আগ্রাবাদ এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ছিনতাই চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানায়- এ চক্রের ১২ জন সদস্য রয়েছে। তারা মুলত প্রবাসীদের টার্গেট করেই ছিনতাই করে। চক্রের সদস্যদের কয়েকজন বিমান বন্দরের ভেতর অবস্থা নেয়। তারা প্রবাসীদের টাগের্ট বাইরে অপেক্ষামান অন্য সদস্যদের তথ্য দেয়। টার্গেট প্রবাসীকে বহন করা গাড়ি নির্জন এলাকায় আসলে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল ছিনিয়ে নেয়।
বিডি প্রতিদিন/এএম