চট্টগ্রামের হাটহাজারীতে ২০ বছর ধরে পলাতক মো. আজম (৪২) নামে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার উপজেলার চারিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আজম স্থানীয় মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. আজম গ্রেফতার এড়াতে দুই দশক ধরে পলাতক ছিলেন। তিনি এত বছর জেলার বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে ছিলেন। সর্বশেষ রবিবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম