চট্টগ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই সন্ত্রাসীর নাম সাইদুল ইসলাম। অভিযানে তার কাছ থেকে দুইটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে বায়েজীদ থানাধীন জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, জালালবাদ এশিয়া হাইওয়ে বোডের ওপর একজন অস্ত্রধারী অবস্থান করতে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে তার কাছ থেকে দুই আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম