চট্টগ্রামে বাসচাপায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আটটার দিকে নগরের ষোলশহর দুই নম্বর গেট ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল করিম (৪৭) ট্রাফিক পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
নগর ট্রাফিক পুলিশের উপকমিশনার (উত্তর) জয়নুল আবেদীন বলেন, ঘটনার সময় দায়িত্ব পালন করছিলেন নুরুল করিম। এ সময় মুরাদপুর থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়নুল আবেদীন আরও বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এই ঘটনায় পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল