২০ এপ্রিল, ২০২৪ ০৮:৩৬

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো দুইজনের

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো দুইজনের

চট্টগ্রামের সীতাকুণ্ডে দশ ঘণ্টার ব্যবধানে একই ইউনিয়নের দুইজন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। 

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৭টার দিকে একজন ও বিকেল ৪টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের রেললাইনে এই ঘটনা ঘটে।

এরমধ্যে আসিফ উদ্দিন (২৪) নামে এক যুবক রেললাইনে হেঁটে ফোনে কথা বলার সময় বিকেল ৪টার দিকে ট্রেনে কাটা পড়েন। তিনি যশোর জেলার বাসিন্দা। অপরদিকে একইদিন সকালে ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁ এলাকায় বিপ্লব দাস (২৩) নামে এক মানসিক প্রতিবন্ধী ট্রেনে কাটা পড়ে নিহত হন। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ এলাকার জেলে পাড়ার কানু দাশের ছেলে।

এছাড়া বৃহস্পতিবার ট্রেনে কাটা পড়ে মো. মান্নান (৩৫) নামে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। সীতাকুণ্ড রেলস্টেশন এলাকা থেকে জিআরপি পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মৃত মান্নান ভোলা জেলার লালমোহন থানার মো. সিদ্দিকের ছেলে।

ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সাব্বির আহমেদ চৌধুরী বলেন, সকাল সাতটার দিকে বিপ্লব দাস নামে এক প্রতিবন্ধী ট্রেনে কাটা পড়ে নিহত হন। ঠিক দশ ঘণ্টার ব্যবধানে আসিফ উদ্দিন নামে আরও এক যুবক রেললাইনে ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হন।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসাইন বলেন, সকালে বিপ্লব দাস নামের এক মানসিক প্রতিবন্ধী চট্টগ্রামমুখি লেনে ট্রেনে কাটা পড়ে নিহত হন। অপরদিকে বিকেল চারটার দিকে আসিফ উদ্দিন নামে এক যুবক রেললাইনে হেঁটে মোবাইলে কথা বলার সময় ঢাকামুখি কক্সবাজার এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়েন। দুজনকেই ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর