২৭ মে, ২০২৪ ২০:০৪

খালের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

খালের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় খালের পানিতে ডুবে মো. মনসুর আলম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ছন্দারিয়ার খালের পোপাদিয়া বাদুড়তলা এলাকায় স্থানীয়রা মনসুরকে ভাসতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয়দের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা ভৌমিক জানান, নিহত মনসুর উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি খালে জাল দিয়ে মাছ ধরতেন। খাল থেকে জাল টেনে তোলার সময় পানিতে পড়ে তলিয়ে যান। হাসপাতালে যখন আনা হয়েছে ততক্ষনে তিনি মারা গেছেন।

 বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর