১১ আগস্ট, ২০২৪ ২১:২৪

প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির কর্তৃপক্ষের সাথে জামায়াতের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির কর্তৃপক্ষের সাথে জামায়াতের মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নগর আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম বর্ণ গোত্রের মানুষ মিলেমিশে দেশকে বসবাস যোগ্য করার জন্য নতুন প্রত্যয়ে এগিয়ে যেতে চাই। দেশকে গড়তে যা করা দরকার সবাই মিলেমিশে করার চেষ্টা চালিয়ে যাব। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, ধর্ম যার যার রাষ্ট্র সবার। আসুন আমরা সকল ধরনের প্রতিহিংসা ও সা¤প্রদায়িকতাকে দূরে ঠেলে দিয়ে জাতি ধর্ম দল নির্বিশেষে সকলে একযোগে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করি। 

রবিবার নগরীর প্রবর্তক মোড়স্থ ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির পাঁচলাইশ চট্টগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।

এসময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ড. আ জ ম ওবায়েদুল্লাহ, মুহাম্মদ নজরুল ইসলাম, মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চোধুরী, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সেক্রেটারি শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফুর রহমান, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলাম বাবু, পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদ, পাঁচলাইশ থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি তৌহিদ আজাদ প্রমুখ। 
ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, আরো বক্তব্য রাখেন ইস্কন প্রবর্তক মন্দিরের সাধারণ সম্পাদক দারুব্রহ্ম জগন্নাথ দাস, সাংবাদিক বিপ্লব পার্থ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কুশল বরণ চক্রবর্তী, বাগীশিস সাধারণ সম্পাদক এড. শুভাশিস শর্মা, বাপ্পী দে, সুজন দাস, সুমন ঘোষ বাদশা, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস, সুমনাথ দাসসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

 বিডি প্রতিদিন/এএম

 

সর্বশেষ খবর