বিজয়ের এত বছর পরও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়া দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার পর তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিজয়ের এত বছর পরও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়া দুর্ভাগ্যজনক। বিভিন্ন দোকানে দেখা যায়, বিভিন্ন শপিং সেন্টারে দেখা যাচ্ছে ইংরেজি নামফলক। যেহেতু সিটি করপোরেশন ট্রেড লাইসেন্স দেয়, সেহেতু এগুলো বাংলা ভাষায় যাতে করা যায় সে বিষয়ে আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি উদ্যোগ নিতে পারি।
এসময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির, জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ, মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী, জিয়াউর রহমান জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        