চট্টগ্রামের মীরসরাইয়ে প্রবাস থেকে বোনের বিরোধ মিটাতে এসে মারধরে মৃত্যু হয়েছে মহিউদ্দীন (৪০) নামে এক প্রবাসীর। নিহত মহিউদ্দিন মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের মাদবারহাট এলাকার নন্দি গ্রামের ফজলুল হকের ছেলে। শুক্রবার রাতে উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মহিউদ্দিন কয়েকদিন আগে ওমান থেকে দেশে ফিরেন। চার বছর আগে মহিউদ্দিনের ছোট বোন সেলিনা আক্তারের সঙ্গে নোয়াপাড়ার মিসির আহমেদের ছেলে গরু ব্যবসায়ী মো. শরীফের বিয়ে হয়। তাদের সংসারে দুই বছর ও আট মাস বয়সের দুই মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বাবার বাড়ি হতে টাকা আনতে স্ত্রীকে চাপ দিতেন শরীফ। বোনের বাড়িতে পারিবারিক বিবাদের খবর শুনে সেখানে গেলে বোনের স্বামী শরীফের সাথে হাতাহাতির একপর্যায়ে মারধরে মহিউদ্দিন আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, পারিবারিক বিবাদ মেটাতে বোনের বাড়িতে গিয়ে বোনের স্বামী ও তার পরিবারের লোকজনের হাতে মারধরের শিকার হয়ে ওই প্রবাসীর মৃত্যুর অভিযোগ পেয়েছি। এঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।
 
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        