চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত সবার পুনর্বাসন করা হবে। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে শহীদ ও আহতদের পরিবারের সবার সঙ্গে বসে, প্রত্যেকের পুনর্বাসনের দায়িত্ব নেব।
শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসনের উদ্দেশ্যে ওয়ারিয়র্স অফ জুলাই চট্টগ্রাম আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল হাশেম বক্কর বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আহতদের পাশে থাকতে। বিএনপির পক্ষ থেকে আগেও আহতদের সাহায্য করা হয়েছে, আগামীতে এটা অব্যাহত থাকবে। তবে আহতদের যাদের দেশে সুচিকিৎসা সম্ভব নয়, তাদের দ্রুত চিহ্নিত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।
চট্টগ্রাম মহানগর ওয়ারিয়র্স অফ জুলাইয়ের সভাপতি আব্দুল্লাহ আল সাহেদের সভাপতিত্বে সহ-মুখপাত্র মাহবুবুল আলম মাহবুবের পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক শওকত আলী, নগর বিএনপির সদস্য ইসকান্দার মির্জা, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, রুহুল আমিন, চট্টগ্রাম জেলা সমন্বয়ক জসীম উদ্দিন, সমন্বয়ক এনামুল হক, মুখ্য সংগঠক মো. সাগর ফাহিম, জাতীয় নাগরিক কমিটির সদস্য শহিদুল ইসলাম সজীব প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই
 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        